পদ্মা কলেজের ছাত্র নিখোঁজ

438

১৩ আগস্ট, রবিবার দুপুর থেকে পদ্মা মহাবিদ্যালয়ের ছাত্র মাইমুন হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে দোহারের সুতারপাড়া ইউনিয়নের ঘারমোড়া গ্রামের সুলতানুজ্জামানের ছেলে। মাইমুনের বয়স ১৭ বছর, সে পদ্মা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

মাইমুন সকালে সে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, এবং দুপুর ১২টার দিকে মেঘুলা বাজারে শেষ বার দেখা গেছে বলে জানিয়েছে তার চাচাতো বোন। কোথায় যেতে পারে এ ব্যাপারে কোনো ধারণা নেই মাইমুনের পরিবারের। রাত পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। মাইমুনের কোনো ধরণের খবর পাওয়া গেলে দোহার থানায় অথবা তার পিতাকে জানাতে অনুরোধ করা হয়েছে। মাইমুনের পিতা সুলতানুজ্জামানের মোবাইল নাম্বার: ০১৮ ১৬ ৬০৫৭৩৯।

আপনার মতামত দিন