পদ্মায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ

1167

ঢাকার দোহারের মৈনট পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মিরাজ (১৮) ও তালহা (১৮) নামে দুই যুবকের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দোহার থানা পুলিশের এসআই আব্দুল গনি বলেন, শনিবার বিকেল ৫টার দিকে এলাকার লোকজনের দেওয়া সংবাদের ভিত্তিতে মুধরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। মৈনটে নিখোঁজ ওই দুই যুবকের ছবি দেখে আমরা ধারনা করছি উদ্ধারকৃত লাশটি তালহার হতে পারে। তবে পরিবারের লোকজন সনাক্ত করলে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
নিখোঁজ মিরাজ ও তালহা ঢাকার সূত্রাপুর ধোপখোলা এলাকার বাসিন্দা। মিরাজ ওই এলাকার মো. গনির ছেলে ও তালহা মো. মনিরের ছেলে।

আপনার মতামত দিন