পদ্মায় ছেলের মৃত্যুঃ খবর শুনে বাবার স্ট্রোক

438

মাওয়ায় প্রমত্ত পদ্মা কেড়ে নিল দোহারের পদ্মা কলেজের সাবেক এক ছাত্র হৃদয় সরকারের প্রাণ। তার বাড়ী শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে উতাল পদ্মার জল কেরে নিয়েছে হৃদয়ের প্রান।

১৮ বছর বয়সী এই কিশোর হৃদয় তার পরিবারের একমাত্র সন্তান। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে বাবা সেলিম সরকার স্ট্রোক-করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে।

আপনার মতামত দিন