পদ্মার চরে ক্রীড়াপল্লী নির্মাণের পরিকল্পনা

    410

    খেলাধুলার মান উন্নয়নে পদ্মার চরে একটি ক্রীড়াপল্লী ও অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোল বল বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ খবর জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই আমরা একটি উন্নতমানের ক্রীড়াপল্লী গড়ে তুলবো। যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি, আমরা একটি অলিম্পিক কমপ্লেক্সও সেখানে তৈরি করতে চাচ্ছি।’ গতকাল পল্টনস্থ নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি মনে করি, খেলাধুলার মাধ্যমে একটি দেশের খেলোয়াড়দের সঙ্গে অন্য দেশের খেলোয়াড়দের একটা মতবিনিময়ের সুযোগ হয়। এতে বন্ধুত্বের সূচনা হয়। তাছাড়া ‘ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি’র এই সময়ে খেলাও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আঞ্চলিক সম্পর্ক আরো মজবুত হয়। শেখ হাসিনা বলেন, ‘এবারের আয়োজনে অংশ নেয়া ৬২৫ জন ক্রীড়াবিদ বাংলাদেশ দেখে গেলেন। আপনারা নিজের দেশে গিয়ে বাংলাদেশের পক্ষে অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করবেন। বাংলাদেশ সম্পর্কে যা দেখলেন, তা বলতে পারবেন।’ চতুর্থ রোল বল বিশ্বকাপের অন্যতম ভেন্যু শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বাস্তবায়নের মূখ্য আহ্বায়ক ও রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি জনাব আবুল কালাম আজাদ, যুব ও ক্রীড়া সচিব জনাব কাজী আখতার উদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব অশোক কুমার বিশ্বাস এবং রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
    গত ১৭ই ফেব্রুয়ারি ৩৮ দেশের প্রায় ছয়শ’ ক্রীড়াবিদের অংশগ্রহণে ঢাকায় পর্দা ওঠে চতুর্থ রোল বল বিশ্বকাপ আসরের। সপ্তাহব্যাপী আসরের পর্দা নামে গতকাল। সকাল ১০টায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোটভাইয়ের নামে ‘শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স’-এর উদ্বোধন করেন। পরে আসরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতাসহ অমর একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদ এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারানো ২ লাখ মা-বোনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রোল বল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘সমাপনী অনুষ্ঠানে আমি আপনাদের মাঝে আসতে পেরে সত্যিই আনন্দিত। এই খেলাটি বাংলাদেশে খুব পরিচিত নয়। আমাদের আরো উদ্যোগ নিতে হবে, রোল বল খেলাটি যেন আরো পরিচিতি লাভ করে।

    আপনার মতামত দিন