পদ্মায় ধরা পরল ২৫‌ কে‌জি ওজনের কাতল

80
পদ্মায় ধরা পরল ২৫‌ কে‌জি ওজনের কাতল

রাজবাড়ীর পদ্মা যমুনার মোহনার লোকদিয়া চর এলাকায় ২৫কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দি‌কে স্থানীয় জে‌লে মা‌জেদ শে‌খের জা‌লে মাছ‌টি ধরা প‌ড়ে। প‌রে দৌলত‌দিয়া ফে‌রিঘাট এলাকায় প্রকাশ‌্য ডা‌কে ১হাজার ৪০০টাকা কে‌জি দ‌রে বি‌ক্রি হয় মাছটি।

মাজেদ শেখ বলেন, ‘৩‌ দিন নদী‌তে অ‌পেক্ষায় থাকার পর সকা‌লে মাছ‌টি ধরা প‌ড়ে‌ছে। মাছ‌টি নিলা‌মে বি‌ক্রি ক‌রে‌ছি। সুমাইয়া মৎস‌্য আড়‌তের মালিক মো: সো‌হেল মোল্লা কিনেছেন।’

আপনার মতামত দিন