পদ্মানদীতে ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট অভিযান

102

আজ ২২ মে ২০২১ তারিখ শনিবার সকাল ১১ টা হতে মৈনট ঘাট ও বাড়্রা ঘাট এলাকায় পদ্মানদীর অংশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত নদীতে মনিটরিং করা হয়। পদ্মানদীর দোহার অংশে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সসম্পূর্ণ অবৈধ। কেউ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযান পরিচালনা করেন জনাব জ্যোতি বিকাশ চন্দ্র সহাকারী কমিশনার (ভূমি) দোহার, ঢাকা।নদীতে কোন ড্রেজার না পাওয়ায় মামলা হয়নি। এসময় থানা পুলিশের সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন। নিয়মিত অভিযান চলবে।

আপনার মতামত দিন