নয়াবাড়ীতে বাউল গানের আসর

522

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ : গত ২৫শে নভেম্বর শুক্রবার শেষ হলো আন্তা নব উদয়ন সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপি বাউল গানের আসর।

বাউল গানের আসর শুরু হয়েছিল গত ২৪ নভেম্বর। আসরের প্রথম দিনে শরিয়ত, মারেফত নিয়ে পালা পরিবেশন করা হয়। আসরে প্রথম দিনে পালা পরিবেশন করেন শিল্পি তানিয়া ও আনোয়ার দেওয়ান। বিকাল ৪ টায় পালা শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। কয়েক হাজার দর্শক এই পালা উপভোগ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে চলে নবী তত্ত্ব ও মিরাজ তত্ত্ব নিয়ে পালা। দ্বিতীয় দিনের পালায় অংশ গ্রহন করেন শিরিন সরকার ও বাউল মিরাজ দেওয়ান।

প্রথম দিনের মত দ্বিতীয় দিনও পালা সন্ধ্যার পর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। আর তা উপভোগ করে দোহারের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার লোক।

বাউল গানের আসরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান।এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহারের বিশিষ্ট গীতিকার হাসান মতিউর রহমান, সমাজ সেবক সোহরাব হোসেন তালুকদার, হান্নান মৃধা সহ আরো অনেকে। আসরে সভাপতিত্ত্ব করেন ফজর মাদবর।

আপনার মতামত দিন