নয়াবাড়িতে মুহাম্মদ(সা)কে অবমাননা করায় ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  

166
নয়াবাড়িতে মুহাম্মদ(সা)কে অবমাননা করায় ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল  

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ২২ নভেম্বর রবিবার দুপুর ৩টায়  নয়াবাড়ি  ইউনিয়নের সর্বস্তরের জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।

দুপুর তিনটা নয়াবাড়ি ইউনিয়নের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ধোয়াইর মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসা থেকে মিছিলটি বেড় হয়ে নয়াবাড়ির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাহ্রা ঘাটে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেয়ার দাবি জানানো হয়।

আপনার মতামত দিন