নয়াবাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশু আহত

365

মো: জাকির হোসেন ♦ গত ৫ ই এপ্রিল মঙ্গলবার দুপুর ২টার সময় ছিড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আহত হয়েছে নয় বছরের শিশু আজিজুল। প্রত্যক্ষ সূত্রে জানা যায নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে অধিবাসী মো: মালুর ছোট ছেলে আজিজুল তাদের বাড়ির পাশের জমিতে খেলতে যায়। বেলা তখন দুপুর ২টা। খেলার এক পর্যায়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করে। তারে বিদ্যুৎ থাকায় আজিজুল তাতে আক্রান্ত হয়, এবং সে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। শরীরে বিদ্যুৎ প্রবাহের ফলে আজিজুলের শরীর অসাড় হয়ে যায়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পড় তার শরীর কিছুটা স্বাভাবিক হয়। তারপর তাকে উপজেলা স্বাস্থা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ঝড়ে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ার পরে তা ঠিক না করায় এলাকাবাসী বিদ্যুৎকর্মীদের দোষারোপ করেন। অপর দিকে বিদ্যুৎ কর্মীরা তাদের কম জনবলের জন্য এই ধরনের দূর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে।

আপনার মতামত দিন