নয়াবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা

1216
নয়াবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা

ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের মধ্যে ধোয়াইর এলাকার পূর্ব শত্রুতার জেরে বাসায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন রেনু বেগম (৫০) নামে এক গৃহবধূ। সোমবার সকালে এই ঘটনা ঘটে।

আহত রেনু বেগম বলেন, মধ্যে ধোয়াইর, আমার আপন ভাই মান্নান (৭০), মান্নান এর ছেলে আবির (২৫) ও মান্নান এর সমন্ধি মনসুর সহ ৩ জন মিলে আমার উপর অতর্কিতভাবে ঘরে ঢুকে হামলা করে। আমার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে, সাথে থাকা রড, পাইপ,রশি নিয়ে আমাকে মারধর করতে আসে। এক সময় কিছু না বলেই রড দিয়ে এলোপাথালি আঘাত করতে শুরু করে মান্নান। আঘাত সহ্য করতে না পেরে, মুখে আওয়াজ করতে শুরু করি। পরে স্থানীয়রা খবর পেয়ে আামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাকে ভর্তি করেন। এই সময় রানু বেগম অভিযোগ করেন এই হামলায় সময় তার ঘরে থাকা ৫ লক্ষ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় আহত রেনু বেগম বাদী হয়ে দোহার থানায় একটি অভিযোগ পত্র দায়েল করেন। সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা পুলিশ।

অন্য খবর  দোহারে লকডাউনের প্রথম দিনে প্রশাসনের কঠোর নজরদারি

অভিযুক্তরা ঘটনার পরই গাজীপুরে তাদের নিজবাড়িতে চলে যায়। ফলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

আপনার মতামত দিন