নয়াবাড়িতে ২০ মণ জাটকা ও কারেন্ট জাল জব্দ

169

ঢাকার দোহার উপজেলায় ২০ মণ জাকটা ও ২০০ মিটার কারেন্ড জাল জব্দ করেছে র‌্যাব-১১। শুক্রবার সকালে উপজেলার নয়াবাড়ি পানকুন্ড ঘাটে অভিযান চালিয়ে জাটকা ও জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি র‌্যাব-১১।

র‌্যাব ১১ এর কমান্ডার মংনে থোয়াই মারমা জানান, উপজেলা নয়াবাড়ি ইউনিয়নের পানকুন্ড ঘাটে পদ্মা নদীতে অবৈধ জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করছিলো অসাধু জেলেরা। গোপন সংবাদেও ভিত্তিতে পানকুন্ড ঘাটে অভিযান চালিয়ে ২০ মণ জাকটা ও ২০০ মিটার কারেন্ড জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ঝাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভুঁইয়ার কাছে হস্তান্তর করা হয়। আর জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভুঁইয়া জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় ।

আপনার মতামত দিন