নয়াবাড়িতে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

113
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ও ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১০০০ অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আক্তার রিবার উপস্থিতিতে এ ত্রাণ পৌছে দেওয়া হয়।
সম্প্রতি সারা বিশ্বে করোনা ভাইরাস এক আতংকের নাম। করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশের মত দোহারের নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। পরিবারের উপার্জনশীল ব্যক্তি করোনার ফলে কাজ হারিয়ে এক প্রকার অভাব অনাহারে দিন যাপন করছে। তাই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ও ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার লক্ষে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামীম আহমেদ হান্নান বলেন , আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নয়াবাড়ি ইউনিয়নে ১০০০ (এক হাজার) পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করছি, প্রত্যেক ওয়ার্ডের মেম্বার এবং ওয়ার্ডের নেতাকর্মীর সহযোগিতায় ঘরে ঘরে পৌছে দিচ্ছি, যার মধ্যে ছিল ১০ কেজি চাল, এবং আমাদের এমপি মহোদয় জনাব সালমান ফজলুর রহমানের পক্ষে উপহার হিসেবে ছিল ডাল,তেল, আলু,লবন ও ছোলা। তিনি আরো জানান, যদি কেউ ত্রাণ সহায়তা থেকে বাদ পরে তাহলে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার সাথে সাথে ত্রাণ পেয়ে যাবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।
আপনার মতামত দিন