নয়নশ্রীতে বাড়িতে বাগান তৈরি বিষয়ক কর্মশালা

84

ঢাকার নবাবগঞ্জে ‘বসত বাড়িতে ভেষজ/প্রাকৃতিক পুষ্টিগুণ সমৃদ্ধ বাগান তৈরি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নয়নশ্রী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ কর্মশালা করা হয়। এনজিও সংস্থা কারিতাসের এসডিডিবি প্রকল্পের আওতায় ইউনিয়নের ৬টি হিতৈষি সংগঠন ও উন্নয়ন কমিটির ৩৫জন সদস্য এতে অংশগ্রহন করেন। যুথি প্রবীণ, প্রতিবন্ধি ও মাদকাসক্তদের স্বনির্ভর সংগঠনের কোষাধ্যক্ষ জন গমেজ কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ্যাডভোকেট মো. নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন- কাতিরাস কর্মকর্তা রিচার্ড ডি সিলভা, মো. ফজলুল হক, নির্মল গমেজ প্রমূখ।

আপনার মতামত দিন