নয়নশ্রীতে আ’লীগের নির্বাচনী সভায় তরুণের মৃত্যু

545

নবাবগঞ্জের নয়নশ্রীতে আওয়ামী লীগ প্রার্থী পলাশ চৌধুরীর নির্বাচনী জনসভার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় সজীব রাজবংশী ঝন্টু (২০) নামে এক ডেকোরেটর কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাশের একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ঝন্টু নয়নশ্রী গ্রামের সনাতন রাজবংশীর ছেলে।

স্থানীয় চেয়ারম্যান ও এবারের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পলাশ চৌধুরী জানান, সন্ধ্যায় নয়নশ্রী ইউনিয়নের পঞ্চমন্দিরের কাছে তার নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে ডেকোরেটর কর্মচারী ঝন্টু পাশের একটি বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তরুণের মৃত্যুর ঘটনায় পলাশ চৌধুরী জনসভা বাতিল করে নিহতের পরিবারকে সমবেদনা জানানোর জন্য জান।

নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় জানানো হয়নি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

আপনার মতামত দিন