নৌকায় চড়ে নৌকার ভোট চাইলেন সালমান এফ রহমান

527
সালমান এফ রহমান

ঢাকার নবাবগঞ্জে নৌকায় চড়ে নৌকার ভোট চাইলেন ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান। বৃহস্পতিবার সকালে শীতের তীব্রতা উপেক্ষা করে উপজেলার ভাঙ্গাভিটা’য় তিনি নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। নৌকায় চড়ে যখন সালমান এফ রহমান নদী পাড় হচ্ছিলেন তখন নেতাকর্মীরা একসাথে ‘নৌকা, নৌকা’ স্লোগান দিতে থাকেন।

গণসংযোগে সালমান এফ রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোড মডেল। আর এসব সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার কারনে। আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে ঢাকা-১ আসনে নির্বাচন করবো। দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়েও আমার অনেক পরিকল্পনা রয়েছে। দোহার-নবাবগঞ্জকে আমি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

সালমান এফ রহমান

আপনার মতামত দিন