নুরে আলম উজ্জ্বলের বিরুদ্ধে বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

409

ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাড: নূরে আলম উজ্জলের বিরুদ্ধে বাড়ি ঘর ভাংচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে উপজেলার মৈইতপাড়া গ্রামের মিরাজের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিকেলে এ্যাড: নূরে আলম উজ্জলের নেতৃত্বে ২০/২৫ জন নেতাকর্মী মটরসাইকেলের বহর নিয়ে মিরাজের বাড়িতে ঢুকে কয়েকটি স্থাপনা ভাংচুর করে। এবং পরে যাওয়ার সময় নগদ ৫০০০০/-টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাড: নূরে আলম উজ্জলের সাথে তার পার্শ্ববর্তী প্রতিবেশী মিরাজ মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলছিল।

এ ঘটনায় রাতে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন