বৃহস্পতিবার নুরুউল্লাহপুর মেলার ধামাইল

353

নিউজ৩৯♦ ৪০০ বছরের অধিক প্রাচীন দোহারের নুরুউল্লাহপুর দরবার শরীফের কাল ৪২২ তম ধামাইল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দুর দুরান্ত থেকে ভক্তবৃন্দ উপস্থিত হতে শুরু করেছে নুরুইল্লাহপুর দরবার শরীফে। সেই উপলক্ষে বসছে সপ্তাহব্যাপী মেলা।
দোহারের অন্যতম পুরোনো এই উৎসবকে কেন্দ্র করে দোহার নতুন করে সাজতে শুরু করেছে। এরই মধ্যে ভক্তবৃন্দদের বাসায় বাঁশ যাওয়া শুরু হয়েছে। প্রতিটি ফকির বাড়ি থেকে ৭টি করে বাশঁ বের হয়েছে। ভক্তবৃন্দদের বাড়িতে বাঁশ নাচানোর পর বৃহস্পতিবার রাতে পূর্নিমার মাধ্যে এই বাঁশ নাচিয়ে ধামাইল করা হবে।  গত ৪০০ বছরের ধারাবাহিকতায় এবারো তার ব্যতিক্রম হবে না। বাংলাদেশের অন্যতম প্রাচীন এই মেলা অনুষ্ঠিত করতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। তবে নির্বাচন উপলক্ষে এই বারের মেলা বেশি জমজমাট হবে না বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষেরা।

আপনার মতামত দিন