নির্মল রঞ্জন গুহের সুস্থতা কামনায় নয়াবাড়িতে দোয়া মাহফিল

92
নির্মল রঞ্জন গুহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সহ করোনা ভাইরাসে আক্রান্ত সকলের রোগ মুক্তি কামনায় ঢাকার দোহারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ধোয়াইর গ্রামের জয়নালের মোড়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াত হোসেন নান্নু, দোহার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান তরুন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রশীদ কাজী, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সেকান্দার হোসেন মোল্লাসহ নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন