নির্মল গুহ স্বেচ্ছাসেবকলীগের পুনরায় ভারপ্রাপ্ত সভাপতি

909

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পুনরায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ। কেন্দ্রীয় সভাপতি এড. মোল্লা মোঃ আবু কাউসার জাপান সফরে থাকায় সার্বিক দায়িত্ব পেয়েছেন তিনি।
এদিকে একুশে বইমেলায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রকাশনা বঙ্গবন্ধু বার্তা এর স্টলে ‘ছবি কথা বলে – উন্নয়নের মহা সড়কে বাংলাদেশ ২০১৬’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও বিক্রয় সেবার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সভাপতি এড. মোল্লা মোঃ আবু কাউসার ও বর্তম্মানে ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ।এ সময় সহ-সভাপতি মতিউর রহমান মতিসহ বঙ্গবন্ধু বার্তার উপ‌দেষ্টা, স্বেচ্ছা‌সেবক লী‌গ সাংগঠ‌নিক সম্পাদক এ‌কেএম অা‌জিম, বঙ্গবন্ধু বার্তার উপ‌দেষ্ঠা স্বেচ্ছা‌সেবক লী‌গের ত্রাণ ও দু‌র্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অাবদুল্লাহ অাল সা‌য়েম ও বঙ্গবন্ধু বার্তার সম্পাদক ও প্রকাশক স্বেচ্ছা‌সেবক লীগ কেন্দ্রীয় কার্য‌নির্বাহী সদস্য, দপ্তর সে‌লে দা‌য়িত্বরত মোঃ মোস্তা‌ফিজুর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন