নিবিড় পর্যবেক্ষনে নির্মল রঞ্জন গুহ

350
নিবিড় পর্যবেক্ষনে নির্মল রঞ্জন গুহ

বুকে ব্যাথা নিয়ে ৬ ডিসেম্বর বুধবার বারডেমে ভর্তি হয়েছেন দোহারের কৃতি সন্তান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। বুধবার সকালে বুকে ব্যাথা অনুভব করলে তিনি স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মীকে নিয়ে বারডেমে এসে উপস্থিত হন। সেই সময় তার শরীরের অবস্থা বিবেচনা করে ডাক্তার তাকে হাসপাতালে পরযাবেক্ষনে রাখেন এবং এনজিও গ্রাম করানোর নির্দেশ দেন। বারডেমের চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ লিয়াকত আলী নিউজ৩৯কে বলেন, তিনি এখন নিবিড় পর্যবেক্ষণ ও বিশ্রামে থাকবেন। পরবর্তীতে শারীরিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসার সিদ্ধান্ত নেয়া হবে।

বাবু নির্মল রঞ্জন গুহ, নিউজ৩৯ এর মাধ্যমে নেতাকর্মী ও দোহার-নবাবগঞ্জ বাসীর নিকট তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

বাবু নির্মল রঞ্জন গুহের শারীরিক অবস্থা জানার জন্য ইতিমধ্যে হাসপাতালে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা মান্নান খান,  ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউসার মোল্লা, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, সহ-সভাপতি আব্দুল মতিন তার সাথে দেখা করেছেন এবং তার পক্ষে দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।

আপনার মতামত দিন