নিজ বাড়িতে সমহিত হলেন কিংবদন্তি বাউল শিল্পী পরশ আলী দেওয়ান

284
পরশ আলী দেওয়ান

চলে গেলেন বাংলার কিংবদন্তি বাউল শিল্পী পরশ আলী দেওয়ান। ঢাকা জেলার দোহার উপজেলার এই কৃতি সন্তান সোমবার রাত দুইটার দিকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরন করেন।  বাউল গানের ইতিহাসে জায়গা করে নেয়া এই শিল্পী পারিবারিক কবরস্থানে সমহিত হয়েছেন।

পরশ আলী দেওয়ান ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই গানের সাথে জড়িয়ে ছিলেন তিনি। বাউল, দেহতত্ত্ব ও বিচ্ছেদী গানসহ জীবনমুখী বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে যিনি দোহারের শিল্পী হিসেবে নামটি তুলে ধরতেন সারাদেশের আনাচে-কানাচে, গ্রাম থেকে গ্রামে। নিজ জেলা পেড়িয়ে তার গানের কথা ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে।

মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে তার বাড়িতে এসে উপস্থিত হয় দূর দুরান্ত থেকে আসা মানুষজন।  এসেছিলেন সালমা ইসলাম এমপি, মানিকগঞ্জের সংসদ সদস্য মমতাজ। মঙ্গলবার বাদ আসর সোনামিয়ার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আপনার মতামত দিন