অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে ফের নারিশা স্কুলের পরীক্ষার্থীদের বিক্ষোভ

293

এসএসসির ফরম পূরণের অতিরিক্ত ফি নির্ধারিত সময়ে ফেরত না দেয়ায় জয়পাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পর এবার বিক্ষোভ করেছে ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, এ বছর নারিশা উচ্চ বিদ্যালয়ের ৮০ শিক্ষার্থীর এসএসসির ফরম পূরণের প্রত্যেক শিক্ষার্থী ৭ হাজার ৫০০ টাকা জমা দেয়। হাইকোর্ট ও শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত ফি ফেরতের নির্দেশ দিলেও উপজেলার নাশিরা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের যথাসময়ে অতিরিক্ত ফি ফেরত না দেয়ায় গতকাল সকাল ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত না থাকায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব ও বিজয় মোহন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানিয়ে দেয়, টাকা ফেরত দিলে পরীক্ষায় সুযোগ-সুবিধা দেয়া হবে না।

আপনার মতামত দিন