নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

245
নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

গত ৩ মার্চ আরম্বর পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প কিছু নেই। তিনি অত্র প্রতিষ্ঠানে একটি ভবন করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যেটি পর্যায়ক্রমে ৫ তলা পর্যন্ত হবে। এছাড়াও ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শাহজাহান মোল্লা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, দোহার উপজেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মো: গিয়াসউদ্দিন আল মামুন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শাহজাহান মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আওলাদ হোসেন সহ আরও অনেকে।

বক্তৃতা পর্ব শেষে কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

আপনার মতামত দিন