নারিশা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন

143
নারিশা উচ্চ বিদ্যালয়

ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ার মেহবুব কবির ভবন’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির এর অর্থায়নে ভবনটি নির্মাণ করা হয়।

শনিবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নুরুল হক বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দীন দরানী, বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি ডা. আবুল কালাম সহ প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের কোয়াব সদস্য  সালাহউদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য ইউনুছ বেপারী, অভিভাবক সদস্য আক্তারুজ্জামান সোহেল, সোলায়মান  বেপারী, মহিলা সদস্য সাহিদা পারভীন, শিক্ষক  প্রতিনিধি মো. সাইদুর রহমান, আঞ্জুমানারা বিথী, সাজিয়া আফরিন ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস সহ আরো অনেকে।

আপনার মতামত দিন