নারিশায় স্যামস-৯২ এর কয়েল বিতরন

305
স্যামস-৯২

ঢাকা জেলার দোহার উপজেলার মালিকান্দা স্কুল এন্ড কলেজ ভিত্তিক সামাজিক সংগঠন স্যামস-৯২ এর পক্ষ থেকে নারিশা ইউনিয়নে ফ্রি মশার কয়েল বিতরন করা হয়েছে। নারিশা ইউনিয়নের দ.শিমুলিয়া ও তালপট্টি গ্রামে এই মশার কয়েল বিতরন করা হয়।

এই মশার কয়েল বিতরন – ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছোট ছোট কাজের মধ্যে দিয়ে এলাকার সাধারন মানুষের সাথে মিশতে পেরে খুব ভালোলাগে। তাদের সাথে দেখা হওয়া, কথা বলা সত্যি আনন্দের।

অনুশ্তহানে SAMS এর উদ্দ্যেগে Aci কম্পানির ১০০০ প্যাকেট মশার কয়েল বিতরণ করা হয় ।

আপনার মতামত দিন