নারিশায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ১১ লাখ টাকা

248

ঢাকার দোহার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার বিকেলে উপজেলার নারিশা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে নারিশা বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে আশপাশের পাঁচটি দোকানের মুদি মালামালসহ অন্যান্য মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মুদি দোকান ব্যবসায়ী বাচচু মিয়া জানান, ধারদেনা করে ৫ লাখ টাকা দিয়ে মুদি ব্যবসা করে কোন রকমভাবে জীবন যাপন করে আসছিলাম। আগুনে দোকানের মালামাল পুড়ে যাওয়ায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

দোহার থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের কারণ জানাতে পারেননি পুলিশ।

আপনার মতামত দিন