চল্লিশ দিন নামাজের উপহার জিতলেন ইউসুফপুরের কিশোররা

202
নামাজের উপহার

ঢাকার দোহার উপজেলার পৌরসভার ইউসুফপুর গ্রামের কিশোর ছেলেদের জন্য একাধারে চল্লিশ দিন জামায়াতের সাথে নামাজ আদায় করার উপহারের ব্যবস্থা করা হয়েছিল। কিশোরেরা সেই জামায়াতে নামাজের উপহার জয় করেছেন। উপহার হিসেবে ছিল বাইসাইকেল। “হাতেম আলী ফাউন্ডেশন “উদ্যাগে এ আয়োজন করা হয়। 

এই আয়োজনে ১৭ জন কিশোর অংশ গ্রহণ করে। আগামী ১৫ জুলাই ২২ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের একটি করে মোট তিনটি সাইকেল দেওয়া হবে বলে জানিয়েছেন হাতেম আলী ফাউন্ডেশনের উদ্যাক্তারা। হাতেম আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো জানান, আমাদের বিশ্বাস এই কিশোরেরা আমৃত্যু মহান রবের হুকুম (নামাজ) আদায়ে ব্রত থাকবে। তাছাড়া আমরা আমাদের এই হাতেম আলী ফাউন্ডেশনের মধ্যামে করোনা ভাইরাসের সময়সহ বিভিন্ন সময় হত দারিদ্রের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছি।

আপনার মতামত দিন