নাজমুল হুদার পদত্যাগে দোহারে মিশ্র প্রতিক্রিয়া

337

নিউজ ৩৯ ♦ দোহার থানার জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তি নাজমুল হুদার পদত্যাগ নিয়ে দোহারে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুরো দোহার-নবাবগঞ্জে নাজমুল হুদার পদত্যাগ নিয়ে চলছে তুমুল আলোচনা, চলছে নানা রকম রাজনৈতিক বিশ্লেষণ।

দোহার নবাবগঞ্জের রাজনীতিতে দেখা দিয়েছে উত্তেজনা। এই সময়ে নিউজ ৩৯ এর পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীর সাথে যোগাযোগ করা হলে তারা নিজেদের মতামত প্রকাশ করেন:

ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটা নাজমুল হুদার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যে কেউ রাজনীতি করতে পারে আবার ছাড়তেও পারে। আমরা তার সাথে রাজনীতি করি আমরা তাকে অনুরোধ করেছিলাম পদত্যাগ না করতে। এখন সে যখন এই অনুরোধ না রাখলো তাহলে আর কি করা যাবে।“

দোহার থানা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম বলেন, “ব্যারিস্টার নাজমুল হুদার পদত্যাগ একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমার কোন মন্তব্য নাই।“

দোহার থানা ছাত্রদলের সাধারন সম্পাদক সেন্টু নিউজ ৩৯-কে বলেন, “দাদা(ব্যারিস্টার নাজমুল হুদা) যেখানে আছেন আমরাও সেখানে আছি। দাদা যা বলবেন আমরা সেই আদেশই মেনে চলবো।“

অন্য খবর  শীতের সকালে গোসল করে প্রাণ গেল ব্যবসায়ীর

দোহার থানা যুবদলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “নাজমুল হুদা জাতীয় পর্যায়ের নেতা। সে আজ পদত্যাগ করে কাল আবার দলে যোগ দিতে পারে। আমরা স্থানীয় পর্যায়ের নেতা। আমরা আজ চলে গেলে কাল আমাদের জন্য দলে ঢোকা কঠিন হয়ে যাবে। আমরা আজ ঢাকায় দলীয় হাইকমান্ডের সাথে বৈঠক করবো। তারপর দলীয় হাই কমান্ড অনুযায়ী আমরা যুবদলের পক্ষ থেকে মতামত দিবো।“

দোহার থানা জামায়াতের আমির সাইফুল্লাহ, ব্যারিস্টার নাজমুল হুদার পদত্যাগ সম্পর্কে বলেন, “এই ব্যাপারে দোহার থানা জামায়াতের কোন প্রতিক্রিয়া নেই। যদি প্রতিক্রিয়া  দেয়া হয় তাহলে তা দলীয় ভাবে দেয়া হবে।“

দোহার থানা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আলাউদ্দিন আল আজাদ বলেন, “নাজমুল হুদার পদত্যাগ দলীয় দৃষ্টিকোণ থেকে কাজটা ভাল হয় নি। আর দলে যেহেতু তার কোন মূল্যায়ন নেই তাই তার পদত্যাগ খুব ভাল কাজ হয়েছে। আর তার দুই নেত্রীর সংলাপের যে উদ্যোগ তার প্রতি আমার ব্যক্তিগত ভাবে সমর্থন আছে। এখন সে যেটা ভাল মনে করে সেটা করবে। “

দোহার পৌরসভা ছাত্রদলের সহসভাপতি সজিব হোসেন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ শোনেছি, আর ব্যারিস্টার নাজমুল হুদার রাজনীতি দেখেছি এবং করছি। তাই তিনি যেখানে আছেন আমরাও সেখানে আছি।“

অন্য খবর  দোহারে জয়বাংলা-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোচনা

দোহার পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেন, “আমরা উনার সাথেই আছি এবং তার সাথে থাকতে চাই।“

আপনার মতামত দিন