নবীন চেতনা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরন বিতরণ

286
নবীন চেতনা ফাউন্ডেশন

৩৩ নং সাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন চেতনা ফাউন্ডেশনের উদ্যোগে প্রয় অর্ধশতাধিকের অধিক শিক্ষার্থিদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি জনাব সোয়েম আহমেদ তার বক্তব্যে বলেন,দেশ ও জাতি গঠনে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। তরুনদের কাছে আমার আহব্বান তোমরা তোমাদের কজকে এগিয়ে নিয়ে যাও আমি তোমাদের সাথে আছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সোয়েম আহমেদ, সভাপতিত্ব করেন উক্ত প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।এ ছারাও উপস্থিত ছিলেন,রোজবেল্ট ইসলাম জিলান, হযরত মেম্বার,ফরহাদ হোসেন। নবীন চেতনা ফাউন্ডেশনের কর্মী তাহের আপন,মাহবুব হোসেন,সৈয়দ কনক,ফয়সাল আহমেদ,সোহাগ হোসেন,আবির হোসেন,আসিকুল গাজি,রাহুল চক্রবর্তী, জাকির,রাকিব, হাসিন সহ আরও অনেকে।

নবীন চেতনা ফাউন্ডেশন

আপনার মতামত দিন