নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

552

 

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সেই অজ্ঞাত (৬০) বৃদ্ধ মারা গেছেন। গত ২৫ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে নয়টায় তার স্বাভাবিক মৃত্যু হয়। নবাবগঞ্জ সদর কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান ও প্রেসক্লাব সভাপতি আলহাজ মো. ইব্রাহীম খলিল তার দাফনের দায়িত্ব নিয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিউজ ৩৯ কে বলেন, দুই মাস ধরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। দিন দিন তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিলো। শনিবার রাত সাড়ে নয়টার দিকে পুরুষ ওয়ার্ডে তিনি মারা যান। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত  তিনি কথা বলতে পারতেন না। এবং বৃদ্ধের কোনো স্বজনদেরও দেখা মিলেনি। তিনি আরো জানান, তার কোনো ওয়ারিশ না থাকায় মৃতদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবাবগঞ্জ প্রেসক্লারের সভাপতি তার দাফনের দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম নিউজ ৩৯ কে জানান, লাশের ওয়ারিশ না থাকায় কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাফন কাফনের দায়িত্ব নিয়েছেন। চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল জানান, তাকে কাশিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

অন্য খবর  নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষনা

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর উপজেলার কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন অজ্ঞাত ওই বৃদ্ধ। এ সময় এলাকার বাসিন্দা আমজাদ হোসেন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

 

আপনার মতামত দিন