নবাবগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

140
নবাবগঞ্জ প্রেসক্লাব

ঢাকার নবাবগঞ্জে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) রমজান মাসের ২১তম রোজা উপলক্ষে প্রেসক্লাবের প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা আছে বলেই সমাজ ও রাষ্ট্রে দুর্নীতি কমে গেছে। তাদের ঝাঝালো লেখনির ফলে দুর্নীতিবাজরা মাথাচারা দিয়ে উঠতে পারে না। তারা সমাজ ও রাষ্ট্রের অনিয়ম ও অসংগতি তুলে ধরে সমাজকে জাগ্রত করেন। আমরা সকলে তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করি।’

আলহাজ্ব ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, ওসি (তদন্ত) শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, আলহাজ্ব আলিমুর রহমান খান পিয়ারা, ওয়াদুদ মিয়া, রিপন মোল্লা, দেওয়ান তুহিনুর রহমান তুহিন প্রমুখ।

আপনার মতামত দিন