নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের পুনর্মিলনী

639

 

ঢাকার নবাবগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দোহার উপজেলার মিনি কক্সবাজারখ্যাত মৈনট ঘাট পদ্মাপার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

৩০ বছর পর এই প্রথম ব্যাচটির পুনর্মিলনী অনুষ্ঠিত হল। ব্যাচ ’৮৬-এর সভাপতি লুৎফর রহমান নাদিম এ পুনর্মিলনীর আয়োজন করেন। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবার নিয়ে মিলিত হন প্রাক্তন শিক্ষার্থীরা। সেখানে নাস্তা শেষে বেলা ১১টায় বাসযোগে তারা মৈনট ঘাটে যান। পদ্মাপারের নির্মল পরিবেশে তারা একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তারা হারিয়ে যান সেই স্কুল জীবনে। এ সময় অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে ব্যাচের সদস্য, বিটিভি ও বাংলাদেশ বেতারের শিল্পী মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালে বাংলার ঐতিহ্য চিতৈ পিঠা ও ভর্তা পরিবেশন করা হয়। সন্ধ্যার পরই সবাই গন্তব্যে ফেরেন।

আপনার মতামত দিন