নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

645

নবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রথম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পানালিয়া এলাকায় সমিতির কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ সমিতি পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও এলাকা পরিচালক গাজী জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় ২০১৭সালের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়। একই অনুষ্ঠানে সমিতি এলাকার ৪টি গ্রাহক সেবা বিভাগের ২০জন গ্রাহককে পুরস্কৃত করা হয়।

সভাশেষে গাজী জাকির হোসেনকে সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলম খানকে সহ-সভাপতি ও আউলাদ হোসেনকে সচিব নির্বাচিত করে নতুন নির্বাহী কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন, কোষাধ্যক্ষ মো. আমির হোসেন, এলাকা পরিচালক মো. আলিম বিশ্বাস, খালিদ হোসেন সুমন, মহিলা পরিচালক খাদিজা-তুল-কোবরা, সাবিনা ইয়াসমিন, তাহমিনা জেসমিন বিথী।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পত্তনদার মো. রাকিব, বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী মো. আলমগীর, নির্বাহী প্রকৌশলী মো. জয়নাল আবেদিন, এজিএম (সেবা) মো. কামাল হোসেন, এজিএম (প্রশাসন) ওয়ালিউর রহমান প্রমূখ।

 

 

আপনার মতামত দিন