নবাবগঞ্জ থানার মামলায় ঢাকা জেলা পরিষদের হিসাবরক্ষক গ্রেফতার

587

ভুয়া প্রকল্প দেখিয়ে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের মামলায় ঢাকা জেলা পরিষদের হিসাবরক্ষক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।শুক্রবার (১৫জুলাই) দুপুর ২টার দিকে মতিঝিল এলাকার এজিবি কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিঝিল থানার এস আই মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১৫ সালের নবাবগঞ্জ থানায় টাকা আত্মসাতের মামলা করে দুদক। সেই মামলায় গোলাম মোস্তফাকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে আসা হয়। রাতেই তাকে নবাবগঞ্জ থানায় হস্তন্তর করা হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গোলাম মোস্তফাকে মতিঝিল থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকাল শনিবার তাকে ৭দিনের রিমান্ডে আবেদন করে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আব্দুস সালাম ও মতিঝিল থানার এস আই মামুনুর রশীদ নেতেৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে মতিঝিল এলাকার এজিবি কলনী থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাম মোস্তফার বিরুদ্ধে মতিঝিল ও নবাবগঞ্জ থানায় আরো সাতটি মামলা রয়েছে।

আপনার মতামত দিন