নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

358

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দানের শেষ দিনে তিনটি পদে ২৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে ৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ হান্নান উদ্দিন, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেন, জাতীয়পার্টির সাবেক নেতা মাসুদ খান মজলিশ, নাসির উদ্দিন আহম্মেদ পান্নু, বারেকুর রহমান বারী, মো. মিনাল হোসেন মনোনয়নপত্র জমা দেন।

ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা দীপঙ্কর সরকার, উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ূন কবির, যুবদল নেতা আমজাদ হোসেন আজাদ, সাবেক ছাত্রদল নেতা মহসীন রহমান আকবর, যুবলীগ নেতা মাসুদ মোল্লা, সাবেক যুবদল নেতা নাসির আহসান পলাশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা নেতা নুরুল আলম আতিকী, সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান মনির, সাবেক যুবলীগ নেতা আজিজুর রহমান ভূইয়া, মো. শাহীন ইকবাল, বোরহান হোসেন, সাগর, মো. স্বপন বেপারী, আব্দুস সামাদ মনোনয়নপত্র জমা দেন।

অন্য খবর  নবাবগঞ্জে ৪ মাদকসেবীর কারাদন্ড

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন আক্তার ও মরিয়ম জালাল মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন

আপনার মতামত দিন