নবাবগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা

326
নবাবগঞ্জ উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ তাঁতী লীগ ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার অাহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা সদরে কলাকোপা ইউনিয়ন পরিষদের হলরুমে ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগ অায়োজিত কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভার পর অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শহিদুল ইসলামকে আহবায়ক এবং সাইফুর রহমান সজিব, হাবিবুর রহমান হাবিব, শাহাদত হোসেন, জয়নাল অাবেদীন, জাকির হোসেনকে যুগ্ম অাহবায়ক করে কমিটি ঘোষণা করা হয়।

এসময় ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সভাপতি রমজান মল্লিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুশফিকুর রহমান পলাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁতী লীগের সহ- সভাপতি কে.এম শহীদুল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহম্মেদ, ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ।

আপনার মতামত দিন