নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠিত

528

আসিফ শেখ♦ নবাবগঞ্জ উপজেলা ও দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। গত ৯ নভেম্বর শনিবার ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমু ও সাধারণ সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটিতে এস এম সাইফুল ইসলামকে সভাপতি ও আসাদুজ্জামান রণিকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে কামরুজ্জামান সবুজ, হাবিবুর রহমান হাবিব, যুগ্ন-সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাবু, সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ, শফিকুল ইসলাম জসিম, সাংগঠনিক সম্পাদক ফারহান আহমেদ হানিফ, ফয়সাল আহমেদ জসিম।

এদিকে, দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে শোভন সিকদারকে সভাপতি, শেখ নাহিদুল আলম নাদিমকে সাধারণ সম্পাদক ও আশিকুজ্জামান ভুইয়াকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

আপনার মতামত দিন