নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রানার উপর হামলা

409

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা (২৫) সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কলাকোপা হাড়ভাঙা ব্রীজের ঢালে তার উপর হামলা করে সন্ত্রাসীরা।  ঢাকা জেলা ছাত্রলীগের এক নেতা তার বাহিনী নিয়ে রানার উপর হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রানা উপজেলার কাশিমপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে কলাকোপা খন্দকার বাড়ির পাশে নৌকার প্রার্থী সালমান এফ রহমানের নির্বাচনী সভা থেকে ফিরছিলেন মেহেদী হাসান রানা। এসময় কলাকোপা হাড়ভাঙা ব্রীজের ঢালে আসলে ২৫/৩০ জন সন্ত্রাসী চাকু, চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে রানার ওপর ঝাপিয়ে পড়ে। রানার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা যায়। স্থানীয়রা আহত রানাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) কামরুল ইসলাম জানান, ঘটনার পর পরই মৌখিক অভিযোগ পেয়ে মাহবুবকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হয় কিন্তু তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত দিন