নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

940
নবাবগঞ্জে প্রাথমিক স্তরের পর সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই

৪র্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে সরকারি দল আওয়ামী লীগ। রোববার দুপুর ১২টায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই চূড়ান্ত তালিকা ঘোষণা করেন।
এই তালিকায় নবাবগঞ্জের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করে আওয়ামী লীগ। এরা হলেন আগলায় মোঃ সুরুজ খান, শিকারীপাড়ায় মোঃ আলীমোর রহমান খান পিয়ারা, চূড়াইনে মোঃ আব্দুল জলিল, শোল্লায় দেওয়ান তুহিনুর রহমান, বক্সনগরে মোঃ আব্দুল ওয়াদুদ, বারুয়াখালীতে মোহাম্মদ আরিফুর রহমান, নয়নশ্রীতে মোঃ পলাশ চৌধুরী, বান্দুরায় মোঃ নাসির উদ্দিন, কলাকোপায় মোঃ ইব্রাহীম খলিল, কৈলাইলে মোঃ পান্নু মিয়া, যন্ত্রাইলে নন্দ লাল সিং, গালিমপুরে মোঃ আজিজুর রহমান ভুঁইয়া আজিম, জয়কুষ্ণপুরে মোঃ আবুল হোসেন।

আপনার মতামত দিন