নবাবগঞ্জ আওয়ামী লীগ সেক্রেটারির পিতার ইন্তেকাল

652

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের বাবা নবাবগঞ্জ বাজারের প্রবীণ ব্যবসয়ী মো. হাতেম আলী বেপারি (৯০) বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শুক্রবার বাদ জুমা নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে কাশিমপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এছাড়া নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আজহারুল হকসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে থেকে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

আপনার মতামত দিন