নবাবগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

315

ঢাকার নবাবগঞ্জের জালালপুর  উদয়ন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  সামনে থেকে ৫০০ টি ইয়াবা সহ মো. সাদ্দাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুর দুইটায় তাকে আটক করা হয়।  সাদ্দাম নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের উত্তর চৌকিঘাটা গ্রামের মৃত বাহাদী মাতবরের ছেলে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, সাদ্দাম দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নবাবগঞ্জ থানা উপ-পরিদর্শক সফিকুল ইসলাম সুমন এই মাদক বিরোধী অভিযানে নেতৃত্বে দেন।

পুলিশ জানায়, এর আগেও তাকে একবার আটক করা হয়েছিল। জেল থেকে বের হয়ে ফের মাদক ব্যবসা শুরু করেছে।

আপনার মতামত দিন