নবাবগঞ্জে ২১০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

965
নবাবগঞ্জে ২১০০ ইয়াবাসহ গ্রেফতার ৩

ঢাকার নবাবগঞ্জ উপজেলা রাকিব (৫৮), সবুর (৩৯) এবং আকাশ (২৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বাহ্রা অগ্রগামী যুব সংঘ ক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রাকিব উপজেলার বড়গ্রাম গালিমপুর গ্রামের মৃত. মোন্নাফ মাতবরের ছেলে, মো. সবুর হোসেন উপজেলার বাহ্রা চরকান্দা গ্রামের মৃত. মনসুর আলী ব্যাপারীর ছেলে এবং মো. আকাশ একই গ্রামের মো. হানিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার বিকালে উপজেলার বাহ্রা অগ্রগামী যুব সংঘ ক্লাবের সামনে মো. রাকিব, মো. সবুর এবং মো. আকাশ মাদক কেনা বেঁচা করছে। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এস.আই) সুমনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঐ তিন মাদক ব্যবসায়ীকে প্রথমে আটক করে তাদের দেহ তল্লাশি করে ২১০০ পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য আইনের মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত দিন