নবাবগঞ্জে ১৪৩ কেন্দ্রের ৯২টি ঝুঁকিপূর্ণ

665

৭ মে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪টি ইউনিয়নে ১৪৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৯২টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। উপজেলা সদরের সংলগ্ন ইউনিয়নগুলো ছাড়া প্রত্যন্ত অঞ্চলের সবগুলা কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।

জাতীয় পার্টি, বিএনপি ও বিদ্রোহী প্রার্থীদের অভিযোগ, কৈলাইলের দড়িকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়, দিগনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেলেং উচ্চ বিদ্যালয় ও মাতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

পার্শ্ববর্তী উপজেলা কেরানীগঞ্জের সীমান্ত কালিগঙ্গা নদীর পাড় দিয়ে এসব কেন্দ্রে বহিরাগতরা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে অধিক গুরুত্ব দিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মতামত দিন