নবাবগঞ্জে ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র চাইঃ সংসদে সালমা ইসলাম

414

নবাবগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র চান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।

সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা খুবই জরুরি। ইতিমধ্যে এ জন্য ৫০ শতাংশ জমি রেজিস্ট্রি করা হয়েছে। কিন্তু এখনও স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হয়নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নারী ও শিশুর জীবনমান উন্নয়নে অনেক ইতিবাচক উদ্যোগ নিয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার লাঘব করতে যত দ্রুত সম্ভব এই কেন্দ্রটি তৈরি করার দাবি জানান অ্যাডভোকেট সালমা ইসলাম।

আপনার মতামত দিন