নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৩ মাস বয়সী শিশু নিহত

843

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাটিবাহী মাহেন্দ্রা চাপায় ভূমিকা শীল নামে ১৩ মাস বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভূমিকা ওই এলাকার পংকজ শীলের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাস্তার পাশে বাড়ির উঠানে খেলা করছিল ভূমিকা। রাস্তার পাশ দিয়ে মাটিবাহী একটি মাহেন্দ্রা গাড়ি যাওয়ার সময় ভূমিকাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সুযোগ বুঝে গাড়ির চালক পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। ঘাতক গাড়িটিও জব্দ করা হয়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

আপনার মতামত দিন