নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের শিশু নিহত

125

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ ব্রিজের ঢালে সড়ক দূর্ঘটনায় রাবেয়া নামে (৫) একটি শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। রাবেয়া উপজেলার টিকরপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোমরগঞ্জ ব্রিজের ঢালে বাহ্রা চরকান্দা এলাকায় সকাল ১০টার দিকে কয়েকজন শিশু খেলা করছিলো। এসময় রাবেয়া দৌড়ে রাস্তা পার হতে গেলে কোমররগঞ্জ থেকে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত রাবেয়ার বাবা মোবারক হোসেন বলেন, রাবেয়া চরকান্দা গ্রামে তার নানা বাড়ি বেড়াতে আসছিলো। সোমবার তাকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল।

আপনার মতামত দিন