নবাবগঞ্জে সড়কে খানাখন্দে বিপাকে এলাকাবাসী

181
নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে এবার বর্ষা মৌসুমে বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার পানিতে, গ্রামীণ কাঁচাপাকা সড়কগুলো এখন খানাখন্দে ভরে আছে। অধিকাংশ কাঁচা সড়ক জনসাধারণের চলাচলের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে করে একস্থান থেকে অন্যস্থানে যেতে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় জনসাধারণকে। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে এসব সড়ক তৈরিসহ দীর্ঘদিন সংস্কার না হওয়ায়, সড়কের এ বেহালদশা হয়েছে।

আগলা ইউনিয়নের চরচরিয়া গ্রামের বাসিন্দা, গাজী সাকিলা বলেন, আমাদের ইউনিয়নের ৭নং ওয়ার্ড বুড়াবুড়ির গাছতলা নামক স্থান থেকে মনিরুদ্দিনের বাড়ি পর্যন্ত সড়কটির অবস্থা খুব খারাপ দীর্ঘদিন। সড়কটির অধিকাংশ স্থানেই কাদা। প্রতিনিয়ত লোকজনকে বিপাকে পড়তে হয় এবং ইজিবাইক, রিকশাসহ বিভিন্ন যানবাহনেরর ক্ষতি হচ্ছে।

নবাবগঞ্জ  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায়, নবাবগঞ্জ উপজেলার প্রায় ২৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আপনার মতামত দিন