নবাবগঞ্জে স্বেচ্ছাশ্রমে কালিগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের চেষ্টা

99

ঢাকা জেলার নবাবগঞ্জের পূর্ব মেলেং গ্রামের যুবসমাজ বাঁশের বেড়াদিয়ে কালিগঙ্গা নদী ভাঙন প্রতিরোধক সৃষ্টি করেছেন। সোমবার সকালে পূর্ব মেলেং গ্রামের নদী তীরবর্তী ভাঙনকবলিত এলাকায় তারা বাঁধ নির্মান করেন।
স্থানীয় বাসিন্দা, হাফেজ মাওলানা হাবিবুর রহমান নবাবগঞ্জী জানান, পদ্মানদীর সংযোগ কালিগঙ্গা নদীতে অব্যাহত পানি বৃদ্ধির সাথে সাথে করাল স্রোত দেখা দিয়েছে।
এতে করে গত কয়েকদিনে নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের পূর্ব মেলেং গ্রামের খোকন মিয়া, বিমল মন্ডল, নরেশ মন্ডল, কান্দন, গুলজার, রেজেক, রাইশা, নুরু মিয়া, জুলহাস, কামরুল, জাহাঙ্গীরের বসতবাড়িতে ভাঙন লেগেছে। সোমবার পূর্ব মেলেং গ্রামের যুবকরা বাঁশের বেষ্টনী তৈরি করে স্রোতের গতি কমিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন।
এলাকা বাসির আশা সংসদ সদস্য সালমান এফ রহমান দ্রুত পদক্ষেপ নেবেন।

আপনার মতামত দিন