নবাবগঞ্জে স্ত্রী তালাক দেয়ায় স্বামীর আত্মহত্যা

252

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার সমসাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন উপজেলার সমসাবাদ গ্রামের মৃত আ. আজিজের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে দেলোয়ার হোসেনের স্ত্রী শিউলী আক্তার তার স্বামীকে তালাকনামা প্রেরণ করলে দেলোয়ার অপমান সইতে না পেরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ওলিয়ার রহমান বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন