নবাবগঞ্জে সেফ মাইগ্রেশন কমিটির সভা

106

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সেফ মাইগ্রেশন কমিটির সদস্যদের নিয়ে ‘মাইগ্রেশন প্রক্রিয়ার ওরিয়েন্টশন’ সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা বাস্তব এর আয়োজন করেন। সোমবার দুপুরে উপজেলা সদর কলাকোপা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।

সেফ মাইগ্রেশন কমিটির উপজেলা সভাপতি ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বাস্তবের প্রোজেক্ট কো-অর্ডিনেটর আবু নঈম, উপজেলা কর্মকর্তা সীমা ঠাকুর, আব্দুল্লাহ মিজবাহ, কমিটির সদস্য- নারী নেত্রী মাধুরী বণিক, সানজিদা আক্তার এ্যালি, ইউপি সদস্য রজ্জব আলী, বেলায়েত হোসেন, শাহিনুর আলম প্রমূখ।

আপনার মতামত দিন